স্বৈরাচারী সরকার ও তার দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশেও অংশ নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের নানিয়ারচর বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, শরিফুল ইসলাম, আবু হানিফ, সদস্য বেলাল হোসেন, নানিয়ারচর সদর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, বুড়িঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজানসহ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার ও তার দোসররা আজো আইনের আওতার বাইরে। দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।