বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আইমাছড়া ইউনিয়ন বি এনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবু বক্কর ছিদ্দিক ব্যাপারী।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, বরকল উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সহ ছয় সদস্যের নির্বাচন কমিশন।
উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে, সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উক্ত কমিটি নির্বাচিত হয়।
১/মো বেলাল হোসেন সভাপতি ২/মো জহির উদ্দিন সিনিয়র সহ সভাপতি ৩/মো জাকির হোসেন রেজা সাধারণ সম্পাদক ৪/আব্দুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক ৫ মো রবিউল সাংগঠনিক সম্পাদক
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দলের অগ্রগতি, শান্তি,শৃঙ্খলা রক্ষা ও দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাই কে সজাগ থাকতে হবে ।আগামীর সমৃদ্ধির ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বি এনপির সম্মানিত সদস্য ও আইমাছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব,সুবিমল চাকমা,উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপজেলা সহ সভাপতি জনাব সুলতান আহমদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আঃজলিল মেম্বার ,জেলা যুবদলের সদস্য, রুহুল আমিন মেম্বার, বরকল উপজেলা যুবদলের আহবায়ক, জনাব আব্দুল মালেক সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।