মাদারীপুরের কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় মফিজুল হাওলাদার নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে আঃ কুদ্দুস বেপারী নামে একজন আহত হন।তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার(২৩ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় উপজেলা পরিষদের পিছনে ফুট ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী নিজে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা যায়,কালকিনি উপজেলা পরিষদের পিছনে ফুট ব্রীজের কাছে মফিজুল হাওলাদারের মুদি দোকান হতে কৃষ্ণনগর এলাকার মৃত ফজর আলী সরদারের ছেলে তুহিন সরদার (৩৫) দীর্ঘদিন যাবৎ বাকিতে মালামাল কেনাকাটা করে আসছে। মফিজুল পাওনা টাকা চাইলে সে বিভিন্ন অযুহাতে তাকে ঘুরাতে থাকে। গতকাল বুধবার রাতে পাওনা টাকা চাইলে তুহিনের সাথে মফিজুলের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তুহিন চরঝাউতলা এলাকার অহেদ আলী বেপারীর ছেলে সাইদুল বেপারী (৩৫), হাসানুর বেপারী (৪০) সহ বেশ কয়েকজনকে নিয়ে মফিজুলের দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় দোকানের ক্যাশ বাক্সে থাকা আনুমানিক নগদ ৩৫ হাজার টাকা নিয়া যায় হামলাকারীরা।তাদের বাঁধা দিতে গেলে মফিজুলের বিয়াই আঃকুদ্দুস গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত