মাদারীপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) এর উদ্যোগে বিদেশ ফেরত অভিবাসীদের তিনদিন ব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরন প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকেলে তিনদিনের প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বিদেশফেরতদের অধিকাংশই দেশে এসে নতুন করে সবকিছু শুরু করতে চান। এ কারণেই তাদের পুনরেকত্রীকরণে পাশে দাঁড়াতে বিমানবন্দরে জরুরি সহায়তা, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, ম্যাটেরিয়াল এসিস্ট্যান্সসহ নানা উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম। তারই ধারাবাহিকতায় এমআরএসসি মাদারীপুর বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের অংশ হিসেবে তিনদিন ব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরন প্রশিক্ষন আয়োজন করে।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দিবস রঞ্জন বাকচী ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মোশাররফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত