বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন,"বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্লাট ফরম শব্দটা ভবিষ্যতে কোন পলিটিকাল প্লাটফম হবেনা এটা শতভাগ নিশ্চিত।
কিন্তু এই প্লাটফরমের যে মানুষগুলো তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায়, অন্য কোন নামে’ অন্য কোন ব্যনারে’ নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।"
শুক্রবার(২৫ অক্টোবর) সকালে মাদারীপুর পৌসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,"এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থানে প্রাথমিক ভাবে জাষ্ট একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বারতেছে। আপনি যদি এখানে এখুনি ওই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা, এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে বিভাজনটা তৈরি হবে।"
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত