দীর্ঘদিন পরে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসভা। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ।
এসময় জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফফর, পৌর শাখার সভাপতি ইদ্রিস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর থানার সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রাজা মিয়া সহ শ্রমিকদলের সকল উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা কোনো সভা-সমাবেশ করতে পারিনি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। হাজার হাজার নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। বর্তমানে অন্তবর্তীকালীন সরকার কে বেকায়দায় ফেলতে এই ফ্যাসিস্টরা উঠে পড়ে লেগেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের অগ্রগতির পথ সুগম করতে হবে বলেও মন্তব্য করেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।