ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের ছোট খোচাবাড়ী হাটে বিএনপি নেতা-কর্মীর উপর মারপিট হামলার ঘটনায় মামলা দায়ের

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ী হাটে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর মারপিট, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে সদর থানায় এ মামলাটি দায়ের করেন পৌর শহরের হাজীপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে মুহা: মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী (৫০)।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর মামলার বাদী তৎকালীন জেলা যুবদলের সভাপতি আবু নুর সাংগঠনিক কাজে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ছোট খোচাবাড়ী যান। সেখানে পৌঁছামাত্র তৎকালীন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের দূর্বৃত্তরা বিভিন্ন দেশীয় অস্ত্রসশ্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে মারপিট করে গুরুতর আহত করে মোটরসাইকেল ভাংচুর করে।
মামলায় আসামীরা হলেন, সদর উপজেলার পূর্ব নারগুন (ছোট খোচাবাড়ী) গ্রামের মৃত সহিদুর রহমানের ছেলে নুরনবী নুরু, আদর্শ কলোনী গ্রামের মো: নুর ইসলামের ছেলে মো: আব্দুল কাদের (৩৯), নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম (৫০), জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো: রায়হান (৩৫), ইউপি মেম্বার মো: সানাউল হক (৪৫) সহ ৩৫ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।