সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে পৃথক পৃথক স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি, দূঃস্থ, এতিম- অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
রবিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাজিব আহম্মেদ মাসুমের সভাপতিত্বে এক আলাচোনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদলের যুগ্ন আহবায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাড়াশ চক্ষু হাসপাতাল হাফিজিয়া ও কওমী মাদ্রাসায় দোয়া মাহফিল ও দূঃস্থ, এতিম- অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ দিকে উপজেলা যুবদলের আহবায়ক এফ এম. শাহআলমের উদ্যোগে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন হাফেজিয়া কওমী মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম অসহায় দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।