ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে আসামী ছিনিয়ে নিল স্বজনরা- পুলিশের মামলা

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ২৮, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে জোর করে সাজাপ্রাপ্ত আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মন্টু মিয়া বাদী হয়ে আসামী মো. ফিরোজ হোসেন প্রামাণিক সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

আসামি ফিরোজ হোসেন উপজেলার দক্ষিণ সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গণি প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার মঙ্গলবাড়িয়া বাজারে মো. হোসেন আলীর চা স্টলে শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ আসামী ফিরোজ হোসেনের পরিচয় নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে আটক করেন।

পুলিশ হাতকড়া পরানোর আগেই ২০ থেকে ২৫ জন আসামীর স্বজন এসে ফিরোজকে ছিনিয়ে নেন।

এ ঘটনার পর থেকেই পুলিশ ওই দিন রাত পর্যন্ত আসামির স্বজনদের ছিনিয়ে নেওয়া আসামিকে থানায় হস্তান্তরের সময় বেঁধে দেন। তাতেও সাড়া মেলেনি। পরে এসআই মো. মন্টু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামীরা ছিনিয়ে নেওয়া আসামির স্বজন। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।