সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে জোর করে সাজাপ্রাপ্ত আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মন্টু মিয়া বাদী হয়ে আসামী মো. ফিরোজ হোসেন প্রামাণিক সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
আসামি ফিরোজ হোসেন উপজেলার দক্ষিণ সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গণি প্রামাণিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার মঙ্গলবাড়িয়া বাজারে মো. হোসেন আলীর চা স্টলে শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ আসামী ফিরোজ হোসেনের পরিচয় নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে আটক করেন।
পুলিশ হাতকড়া পরানোর আগেই ২০ থেকে ২৫ জন আসামীর স্বজন এসে ফিরোজকে ছিনিয়ে নেন।
এ ঘটনার পর থেকেই পুলিশ ওই দিন রাত পর্যন্ত আসামির স্বজনদের ছিনিয়ে নেওয়া আসামিকে থানায় হস্তান্তরের সময় বেঁধে দেন। তাতেও সাড়া মেলেনি। পরে এসআই মো. মন্টু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামীরা ছিনিয়ে নেওয়া আসামির স্বজন। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।