রাঙামাটি জেলা পুলিশের অভিযানে দশ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় মানিকছড়ি চেকপোষ্টে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসময় ১০হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার আরাফাত আলী ফকিরের বাড়ী এলাকার মো. ওয়াসিম কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বহন করে তা বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি চট্টগ্রাম থেকে রাঙামাটি আসছে। এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে শহরের প্রবেশমূখ মানিকছড়িতে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে আগত চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪ নম্বরের পাহাড়ীকা বাসটি তল্লাশি চালানো হয়।
সূত্রটি আরো জানায়, তল্লাশিকালে বাসের এইচ-৩ সিটের উপর বসে থাকা ব্যক্তির নিকট থাকা শপিং ব্যাগের ভিতরে খাকি খামে থাকা ১০প্যাকেট ইয়াবা জব্দ করা হয়।
এসময় মানিকছড়ি পুলিশ ক্যাম্পের এসআই মো. ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত