২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের লগি-বৈঠার তান্ডবকারী খুনিদের বিচারের দাবিতে দুমকি উপজেলা জামায়াতের উদ্যোগে গন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা জামায়াতের আমীর মাও জালাল আহমেদ এর সভাপতিত্বে দুমকি নতুন বাজার এলাকায় এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও আবুল খায়ের এর সঞ্চালনায় গন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও এ কে এম ফখরুদ্দীন খান রাযী, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি অধ্যাপক মাও, শহীদুল ইসলাম আল কায়ছারী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা। মাও, আবুল বশার আমীর পটুয়াখালী পৌর জামায়াত।
বক্তৃতা করেন মাসুদ রানা সভাপতি দুমকি উপজেলা ছাত্র শিবির, মাহাদি হাসান সভাপতি পটুয়াখালী জেলা ছাত্র শিবির , জাকারিয়া, ছিদ্দিকুর রহমান শরীফ, আব্দুর রাজ্জাক নাসির, দুমকি উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও আলতাফ হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত