ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ৩০, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন এ একটি পৌর সভার যুব দলের সকাল নেতা- কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা ওই র‍্যালিতে অংশ গ্রহন করেন।
বুধবার বিকেলে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলার সকল ইউনিয়ন থেকে অাসা যুব দলের নেতা- কর্মীরা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৪ ঘটিকার সময় বিভিন্ন ফেস্টুন, ব্যানার,জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ওই বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এ সময় নেতা-কর্মীদেন
বিভিন্ন শ্লোগান শ্লোগানে মূখরিত হয়ে ওঠে র‍্যালি।
র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আহবায়ক এফ এম শাহ আলম। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাজিব আহম্মেদ মাসুমের, যুগ্ন আহবায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ, সকল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ যুবদলের নেতা- কর্মীরা।
র‍্যালি শেষে যুবদল নেতা তাড়াশ উপজেলার শাখার আহবায়ক এফ এম শাহ আলম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেশ ভুলে গিয়ে আপনারা দলকে সুসংগঠিত করেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সর্বপরি দেশকে ভালবাসুন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।