কুমিল্লার “মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জন ডা. মাতুয়ারা শারমীন তার সততা ও পেশাগত দক্ষতা এবং মানবিক গুণাবলীর জন্য উপজেলাজুড়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন তিনি। নিজের কাজের প্রতি নিবেদিত এই চিকিৎসক তার নিখুঁত অপারেশন দক্ষতা ও সেবার মানের জন্য রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া প্রতিটি অপারেশনের সময় তার ধৈর্যশীল মনোভাব ও সতর্কতা এবং ভালোবাসা দিয়ে রোগীদের মানসিক সান্ত্বনা দিতে সর্বদা সচেষ্ট। তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং রোগীদের পরিবারের সদস্যদের মতো করে দেখেন। সিজারিয়ান সেকশন কিংবা যেকোনো জটিল অপারেশন তার হাতে সম্পন্ন হলে রোগীর পরিবার মানসিকভাবে আশ্বস্ত থাকে, যেন তারা একজন আপনজনের কাছেই তাদের প্রিয়জনকে সুরক্ষিত রেখেছেন।”
ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একজন রোগীর স্বজন বলেন, “ডা. মাতুয়ারা শারমীন শুধু আমাদের রোগীকে সুস্থ করেছেন তা নয়, আমাদের রোগীর মতো অনেক রোগীকে আন্তরিকতার সহিত সেবা দিয়ে সুস্থ করেছেন তিনি। তার আন্তরিকতা এবং মমতার স্পর্শে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।
স্বাস্থ্যসেবার প্রতি এই নিবেদিতপ্রাণ মনোভাব তাকে মেঘনাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় প্রশংসার আসনে বসিয়েছে। ডা. মাতুয়ারা শারমীনের মতো চিকিৎসকরা স্বাস্থ্যখাতে উদাহরণ সৃষ্টি করছেন বলে দাবী সচেতন মহলের। প্রত্যন্ত এই উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান তারা। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি রোগী ও তাদের পরিবার যেন তার এই সেবার মঙ্গলছায়ায় আশ্রয় পায়, এটাই সকলের আশা।