মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে রাতের আঁধারে নিজ বাড়িতে ছৈয়দা বেগম (৩৯) নামের এক প্রতিবন্ধী নারীকে খুন করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। তারা ২০-২৫ জনের একটি দল গতরাতে ফরিদুল আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগমের মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহত ছৈয়দা বেগমের ভাই ফরিদুল আলম স্থানীয় বিএনপি নেতা। তিনি অভিযোগ করে বলেন, “তার পরিবার বিএনপি করায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যান, ও স্থানীয় রশিদের সন্ত্রাসী বাহিনী তার বোনকে হত্যা করেছে।”
তবে বিভিন্ন সূত্রের দাবী প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ছৈয়দা বেগমকে হত্যা করেছে তার পরিবারের লোকজন।
এছাড়া অনেকের ধারণা, আওয়ামী লীগ সরকারের আমলে রাজত্ব করা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সেলিম চৌধুরীর নের্তৃত্বে পরিচালিত সেলিম বাহিনী জড়িত থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, কারণ আওয়ামীলীগের অনেক নেতারা আয়ত্ব গোপনে থাকলেও সে এলাকায় নিয়মিত অবস্থান করছিলো কিন্তু প্রতিবন্ধী নারী খুন হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যান।
এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।