ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে কলাপাড়ায় কালীপূজা উদযাপন

Link Copied!

জগতের সকল অশুভ শক্তিতে পরাজিত আর শুভ শক্তির বিজয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার অধিকাংশ কালী মন্দিরে মন্ত্রোচারন ও কালী দেবীকে চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় এ পূজা। এসময় ঢাক, ঢোল,কাঁশর ও উলুধ্বনীতে মুখতির হয়ে ওঠে কালী মন্দির প্রাঙ্গন। অধিকাংশ কালী মন্দিরে নাচে গানে মেতে ওঠে সনাতনীরা। পরে দেবীর পায়ে পূষ্পাঞ্জলি অর্পন করেন ভক্তরা। এছাড়া এর আগে মা কালীর আরতি পূজায় মেতে ওঠেন সনাতনীরা।

চিংগড়িয়া কালী মন্দিরে আসা কলাপাড়া পৌর শহরের সনাতনী সৌমিত্র সুমন বলেন, সমাজের অশুভ শক্তিকে পরাজিত করতে এ পূজা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের নিয়ে পুজো অর্চনা করেছি।

কলাপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সকল কালী মন্দিরে এ পূজা উদযাপিত হয়েছে। পরে ভক্তদের মধ্যে কালী মায়ের প্রসাদ বিতরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।