ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছন ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ।
জানা যায়, শুক্রবার দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আনিকা এক্সপ্রেসের একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত