ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে রাঙামাটিতে ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আইয়ুব হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়ার সঞ্চালনায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালযের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ সহ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই রিফেসার্স প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন। শিশুদের কে ন্যায়নীতি শিক্ষা দিবেন। শিক্ষার্থীদের কে আপনারা আরবি শিক্ষা ভালোভাবে দিচ্ছেন। বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে ও ভালোভাবে পাঠদান করবেন।
বক্তব্যে আইয়ুব হোসন বলেন, আগামী ডিসেম্বরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্পটি প্রথম মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে আমরা ২য় পর্যায়ে প্রকল্প পাশের জন্য কাজ করছি। আপনারা হতাশ হবেন না। আশাকরি দ্রুত এই প্রকল্প পাশ হবে।
সভাপতির বক্তব্যে ইকবাল বাহার বলেন, অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে আমরা এই রিফেসার্স প্রশিক্ষনের আয়োজন করেছি। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা ক্লাসে প্রয়োগ করবেন। এই প্রশিক্ষনের মাধ্যমে আপনারা পাঠদানে আরো উদ্যোমী হবেন।