আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে চট্টগ্রামে এক বিক্ষোভ মিছিল করে কাজী জাফরের জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে কাজী জাফরের জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নবী হোসেনের নেতৃত্বে নগরীর টেকনিক্যাল থেকে এই বিক্ষোভ টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাফরের জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, বায়েজিদ থানা কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুর রশীদ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও জিএম কাদেরের প্রেতাত্মাদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কাজী জাফরের জাতীয় পার্টি চট্টগ্রামের বায়েজিদ থানা কমিটির যুগ্ম প্রচার সম্পাদক শাহিন হোসেন, ছাত্র বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহদি হাসান, যুব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ, যুগ্ম অর্থ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক মো. তুহিন, বায়েজিদ থানা কমিটির সদস্য মো. সোহাগ, মো. পিয়াস, মো. আরিফুল, মনির হোসেন, মো. হেলালসহ অন্যান্যরা।