নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের গিলাতলি এলাকায় কুলসুমা (৩০) নামে এক গৃহ বধুকে বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে প্রতিবেশীরা।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে ।
জানাযায় শুক্রবার রাতে বিদেশে কর্মরত স্বামী মফিজুর রহমানের সাথে স্ত্রী কুলসুমার মোবাইলে তার পাশ্ববর্তী মৌলানা ইউনুছের কাছ থেকে বিটে কিনার বিষয়ে কথা বলার সময় তর্কবিতর্ক হয়। তাদের মেয়ে ইশরাত জাহান জানায় সকাল ৯ ঘটিকার সময় বাড়ির পাশের পুকুরে ইশরাত জাহান কাপড় ধোয়ার জন্য যায় তখন তার মা কুলসুমা(৩০) বাড়ির ভিতরে কাজ করছিল, পরে সাড়ে ১০সময় কাপড় ধোয়ে বাড়িতে আসলে বাড়ির দরজা বন্ধ দেকে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না-পেয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে তাকালে মা কুলসুমের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার-চেঁচামেচি করে। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা শুনতে পেয়ে বাড়িতে এসে দরজা ভেঙে কুলসুমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানা'র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবানে সদর হাসপাতলের মর্গে পাঠিয়েছে, ময়নাদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যর বিষয়টি মূল কারণ নিশ্চিত হওয়া যাবে। নাইক্ষংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত