ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে কৃষকদলের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.দুলাল হোসেন, বাউফল(পটুয়াখালী):
নভেম্বর ৫, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকদলের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল পাবলিক মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল আকনের সঞ্চালনায় ও উপজেলা কৃষকদলের আহবায়ক মো. তৌহিদুল হোসেন খান ফয়সালের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্যে রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু। তিনি তার বক্তব্যে কৃষির উপর গুরুত্বপূর্ণ বিষয় ও নিয়ে আলোচনা করেন তিনি বলেন বিএনপি ক্ষমতা আসলে কৃষকদের প্রতি বিশেষ নজর দেয়া হবে, কৃষকদের জন‍্য কৃষি বীমার ব‍্যবস্থা করবে বিএনপি। তিনি বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, জুলুম- নির্যাতন ও দুর্নীতি করলে বিগত সরকারের মত আমাদেরও সমালোচনার পাত্র হতে হবে।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. অলিউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন দল যাকে মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার জন‍্য কাজ করব। উক্ত আলোচনা সভায় দলীয় নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।