ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়কের পাশে রহমতপুর বাইপাস মোড়ে আজাদ ফিলিং স্টেশনে আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে সিএনজি চালিত অটোরিক্সায় গ্যাস দিতে গিয়ে লিকেস থেকে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয় এবং তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে প্রাইভেট কার চালক সহ আরো একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অতি দ্রুত উপস্থিত হয়ে আগুন নিভাতে উদ্ধত হয়, ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টা অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে একটি প্রাইভেট কার, একটি মিশুক অটো ও গ্যাস সাপ্লাই কারী একটি লরি সহ আজাদ ফিলিংস স্টেশনের সকল যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়। ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন,গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ ঘটে একজন প্রাইভেটকার চালক সহ মোট দুইজনের মৃত্যু হয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ হতে পারে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এ সময়ে আরো প্রায় দশ জন অগ্নিদগ্ধ হয়েছেন জানা যায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান,আজ বেলা ৩.৩০ মিনিটের দিকে নগরের বাইপাস এলাকায় আজাদ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের সারি তৈরি হয়েছিল এ সময় একটি অটোরিক্সায় গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ শুরু করে।দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কা জনক।
ভাবনার বিষয় এই যে ফিলিং স্টেশন এর কাছেই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিস্ফোরণের তীব্রতা আরো বেশি হলে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো তাই এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের জীবনের নিরাপত্তার কথা ভেবে এই ফিলিং স্টেশনটি স্থানান্তর করা এখন সময়ের দাবি।