ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচরে জেলেদের মাঝে মৎস্য বিভাগের ছাগল বিতরণ

রাঙামাটি প্রতিনিধিঃ
নভেম্বর ৫, ২০২৪ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিকল্প কর্মসংস্থানের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে নানিয়ারচর হার্টিকালচার সংলগ্ন উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন ফাহিম, নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: অর্জুন দেবনাথ ও মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানায়, ❝পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প❞ এর আওতায় নিবন্ধিত ২৫টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক ভ্যাক্সিন প্রদান করা হয়।

এসময় জেলেদের মাঝে ছাগল বিতরণের সময় তাদের কে যথাযথভাবে ছাগল পালনের দিক নির্দেশনা প্রদান করা হয়। বিতরণকৃত এসব ছাগল যথাযথভাবে পালনের মাধ্যমে তাদের ভাগ্যের সুপরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এদিন নানিয়ারচর হার্টিকালচার হলরুমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০জন সুফলভোগীদের মাঝে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে রিফেসার্স প্রশিক্ষণ প্রদান করে মৎস্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।