বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ৫৮ জনসহ মোট ৮৪ জনকে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে। বর্ষসেরা সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয় বিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি সোহাগ আরেফিনকে। দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এর সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক অধিকাররের সম্পাদক ও সোনারগাও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাজবীর সজিব, এসএ টিভির উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, দৈনিক উপচারের সম্পাদক-প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, চারণ সাংবাদিক-মনোনেশ দাস, এনামুল হক বাবুল, সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। এসময় ১৩টি ক্যাটগিরিতে মোট ৮৪ জনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪ জন।