ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় উপকারভোগী ২৫০ পরিবারের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA) নেদারল্যান্ডস’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের পক্ষ থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উপকারভোগী প্রত্যেক পরিবারকে লালশাক, পালংশাক, পুঁইশাক, মুলা, করলা, ধনিয়া ও কুমড়ার বীজ বিতরণ করা হয়।

এসময় স্থানীয় সমাজসেবক মো. ছগির মাতুব্বরের সভাপতিত্বে ও নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংস্থার বরিশাল অফিসের কো-অর্ডিনেটর যাদব চন্দ্র গুহ, কর্মকর্তা সবুলান অধিকারী, গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিক, জীবন জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক বাসুদেব গুহ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাকসবজির বীজ বপন, পরিচর্যা ও সার-কীটনাশক প্রয়োগের নিয়ম-কানুনসহ স্বাবলম্বী হতে সবজি চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এসব সবজির বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।