মাদারীপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার উম্মে হাবিবা।
কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার টুম্পা।
কর্মশালায় কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ রায়হান কবির বলেন,মাদারীপুর জেলা অভিবাসন প্রবল এলাকা। প্রতিবছর অনেক লোক বিভিন্ন দেশে পাড়ি জমান। প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখে। কিন্তু শ্রমিকদের অদক্ষতা ও অনিরাপদ উপায়ে বিদেশে গমনের মাধ্যমে তাদের কাঙ্খিত প্রত্যাশা পুরন হয় না। বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কারণে প্রতিনিয়ত অভিবাসীদের খালি হাতে দেশে ফিরে আসতে হয়। সঠিক তথ্যের অভাব ও অসচেতনার কারনে তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয়। কেউ কেউ নির্যাতনের স্বীকার হয়ে দেশে ফিরে লাশ হয়ে। তাই সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে, যাতে আর কেউ প্রতারিত হয়ে ফেরত না আসে।এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি ব্র্যাক কে ধন্যবাদ জানান।