ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক ভিপি মুনির হোসেনের নেতৃত্বে বাউফল পাবলিক মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মস‚চীর আয়োজন করায় পৌরশহরে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য সহিংসতা ছাড়াই দুই পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টায় সাবেক এমপি শহীদুল আলম
তালুকদারের বাসভবন থেকে র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.তছলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহবায়ক মো. রিয়াজ মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক ছাত্র নেতা শাহীন রেজা ও ছাত্রনেতা রায়হান আকাশ প্রমুখ।
অপর দিকে বিকাল ৩ টায় উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল জব্বার মৃধার সভাপতিত্বে বাউফল পাবলিক মাঠে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী
কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও বিএনপি নেতা মামুন মৃধা সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীরা।
অন্যদিকে বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটির তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।