ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু

মো.দুলাল হোসেন,বাউফল(পটুয়াখালী ):
নভেম্বর ৭, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুদ্বয় হল মো. ইমাম হোসেন(৬) মো. আবু বকর (০৪)।
নিহতদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। পরে ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন তিনি। এরপর ছোট ছেলে আবু বকরকেও একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করা হয়। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পড়ে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।