ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের উদ্ভাবনী শক্তির মেলায় নতুন প্রজন্মের সৃজনশীলতার বিকাশ

এহসানুল হক কবির:গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের বানিয়ারচালা গ্রামে চাইল্ড কেয়ার হাই স্কুলে অনুষ্ঠিত হলো ‘বিজ্ঞান মেলা ২০২৪’। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের নিয়ে উদ্ভাবন ও সৃজনশীলতার এই মেলায় এক দারুণ মিলনমেলা বসে।
মেলার উদ্বোধন করেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞান মেলার মূল আকর্ষণ ছিলো শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প। স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রজেক্ট উপস্থাপন করে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটায়। শিক্ষার্থীদের প্রজেক্টগুলোতে দেখা যায় কীভাবে সাধারণ ধারণাগুলো উদ্ভাবনের মাধ্যমে অসাধারণ রূপ নিতে পারে।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহাদৎ হোসেন খান। তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চার বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রান্তিক পর্যায়ের প্রতিটি স্কুলে এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হলে নতুন বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরাও শক্তিশালী অবস্থান গড়ে নিতে পারবো”
আলোচক হিসেবে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসাইন বিচারকের দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে উৎসাহ দেন।
শুধু বিজ্ঞান প্রদর্শনী নয়, মেলায় ছিল সৃজনশীল প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখে। মেলার সঞ্চালনা করেন চাইল্ড কেয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফজর আলী।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন বিজ্ঞানমেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে আরও বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল হয়ে ওঠার আহ্বান জানান।
চাইল্ড কেয়ার হাই স্কুলের উদ্যোগে এই বিজ্ঞান মেলা ২০২৪-এর সফল আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা বিকশিত করতে এমন আয়োজন দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।