বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় ৫৭বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বদর উদ্দিন কামাল হোসেন পিবিজিএম এর নেতৃত্বে বিজিবি টহল দল এবং পুলিশ সদস্যের সমন্বয়ে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে বাগানপাড়া এলাকায় জঙ্গলের ভিতর তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সূত্রে জানায়, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জব্দকৃত ৩,৪০০ পিস ইয়াবা মাদকের সিজার মূল্য অনুমানিক ৩৪০০×৩০০/- = ১০,২০,০০০/- (দশ লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ,পিএসসি বলেন, বিজিবি ও পুলিশে যৌথ অভিযানে বাগান পাড়া এলাকায় জঙ্গলের ভিতর তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৩.৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এ ব্যাপারে আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরীর কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে জানায়।