ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান;কয়েকটি ব্যবসায়ীকে জরিমানা

রকিবুজ্জামান মাদারীপুর।
নভেম্বর ১১, ২০২৪ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান চালান।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেঁয়াজের খুচরা দোকান,মুদি দোকান,মুরগীর দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়। পাশাপাশি পণ্য বেচা কেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া/মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ/বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের টিমের সদস্যসচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর একরাম হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহায়ক রবিউল ইসলাম,কালকিনি থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের উদ্দেশ্যে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।