সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী ,দৈনিক কলম সৈনিক প্রত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ । গতকাল দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদের সভাপতিত্বে ওই বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তা ও দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী , তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজু, সহ- সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লিটন আহমেদ, মুন্নি আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির লিমন, মোঃ শাহ্ – আলম ও মোঃ জিপরুল হোসেন।
প্রধান অতিথি মোঃ আবদুল হামিদ তাড়াশ প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, আপনারা লিখনির মাধ্যমে তাড়াশ উপজেলাকে সমৃদ্ধ করতে পারেন, একটি মডেল উপজেলায় পরিণত করতে পারেন।উপজেলার গুণীজনদের সাথে মতবিনিময় করে তাড়াশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে পারেন । আপনারা সিনিয়র সাংবাদিকদের সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আপনাদের প্রচেষ্টায় এগিয়ে যাবে তাড়াশ উপজেলা। সমৃদ্ধ হবে তাড়াশের সাংবাদিকতা।