ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সমবায় সমিতির এক পদে নির্বাচন সম্পূর্ণ, সভাপতি বদু

Link Copied!

নাইক্ষ্যংছড়িতে প্রায় ২৮ বৎসর পরে সরাসরি ভোটে নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যাবস্হাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ১৪ নভেম্বর সকাল ৯ ঘটিকা হইতে তাদের অস্থায়ীয় কার্যালয়ে একটানা ভোট চলে বিকাল তিনটা পর্যন্ত। এতে ৪টি সরকারি নির্ধারিত পদ বাদে ৬টি পদে ভোট হওয়ার কথা তাকলেও একজন সহ সভাপতি, ৫ জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে সাবেক সভাপতি নুরুল ইসলাম, মোঃ আমিনুল হাকিম ও বদিউল আলম চূড়ান্ত প্রার্থী হিসেবে গত এক সপ্তাহ ধরে মার্ট চশে বেড়ান ভোটারদের দ্বারে দ্বারে। তবে ১৪ নভেম্বর ভোট কেন্দ্রে গিয়ে বদিউল আলমকে পেলেও দেখা যায়নি অপর প্রার্থী আমিনুল হাকিম কে। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসার ক্যবুহী মার্মা জানান। হঠাৎ করে গতকাল অর্থাৎ ১৩ নভেম্বর আমিনুল হাকিম ফোন করে আমাকে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের কথা বলে ভোট ১০ দিন পিছানোর কথা বলেন। তবে অফিসিয়াল সিস্টেম সবকিছু সম্পূর্ণ থাকায় ভোটারদের উপস্থিতিতে ভোট সম্পূর্ণ করতে বাধ্য আমি। এবিষয়ে আমিনুল হাকিম জানান, আমরা দুজনেই দলীয় তাই উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে নির্বাচনে উৎসাহিত করায় আমি এতদিন ধরে মাঠে ছিলাম। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে সিনিয়র দুই একজনের আচরণে পক্ষপাতি পাওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এই নির্বাচনে ৬৭ জন ভোটার মধ্যে ৩৩
জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে প্রধান নির্বাচন কমিশনারের দাক্ত্য পালন করবেন উপজেলা সমবায় অফিসার ক্যবুহী মার্মা, সহকারী কমিশনার ছিলেন, মোঃ রবিউল হোসেন রকি, মোঃ আলী হোসেন। ৬৭ ভোটের মধ্যে বদিউল আলম ছাতা প্রতিক নিয়ে ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। উল্লেখ সাবেক সভাপতি নুরুল ইসলাম তফসিলের পর থেকেই সে ভোটের মাটে ছিল না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।