ডায়াবেটিস করলে নিয়ন্ত্রণ থাকবে ভালো দুই নয়ন স্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডাঃ কে. জামান বি এন এস বি চক্ষু হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহের জয়নুল উদ্যানে সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে ফ্রি ক্যাম্পেইন ও পদযাত্রার আয়োজন করা হয়।উক্ত আয়োজনের মাধ্যমে উপস্থিত জনসাধারণের মাঝে ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা ও চোখ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এতে করে ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতার হার বৃদ্ধি পায়, ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষার চাইতে ফ্রিতে চোখ পরীক্ষার বিষয়টি নজর কাড়ে সকলেরই।
উক্ত ক্যাম্পেইনে ডায়াবেটিস রেটিনোপ্যাথি সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়, পদযাত্রার আয়োজন করা হয়,উক্ত পদযাত্রায় শিক্ষকদের পাশাপাশি ভলান্টিয়ার সাধারণ শিক্ষার্থী ও সেবা গ্রহীতা জনগণ ওঅংশ নেন।
আয়োজকরা বলেন,ডায়াবেটিসের কারণে চোখের রেটিনাতে যে সমস্যা হয় তাকে রেটিনোপ্যাথি বলে।
প্রতি তিন জন ডায়াবেটিক রোগীর মধ্যে একজনের ডায়াবেটিস রিটিনোপ্যাথি দেখা যায়।
সাধারণ মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীর অন্ধ হবার সম্ভাবনা ২৫ গুনেরও বেশি থাকে।
পৃথিবীতে যেসব কারণে অন্ধত্ব হয় ডায়াবেটিস রিটিনোপ্যাথি তার অন্যতম কারণ।
এ রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বলেন :
নিয়মিত (বছরে অন্তত দুইবার) চোখ পরীক্ষা করানো।
নিয়মিত চক্ষু পরীক্ষা করালে সহজে প্রাথমিক অবস্থায় এ রোগ নির্ণয় করা যায়।
এ ধরনের আয়োজনের আয়োজকদেরকে সাধারণ জনগণ সাধুবাদ জানায়,বিশেষ করে ডায়াবেটিস রোগীরা সুগার টেস্ট করলেও চোখের যত্নে খুবই উদাসীন থাকেন। এ ধরনের ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে তারা চোখের যত্ন সম্পর্কে সচেতন হোন। উক্ত ক্যাম্পেইন থেকে ফ্রি সেবা গ্রহীতারা দাবি জানান বছরের শুধু একদিনই নয় এমন ফ্রি ক্যাম্পেইন যেন আরো বাড়ানো হয়।