ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিদেশ ফেরতদের নিয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ
নভেম্বর ১৪, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

লক্ষীপুর ইউপি সচিব সুশান্ত সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মৌসুমি সুলতানা।

কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কালকিনি উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বিল্লাল হোসেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার টুম্পা।

কর্মশালায় সবার মাঝে একজন বিদেশ ফেরত নারী অভিবাসী তার প্রতারিত হওয়ার গল্প তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৌসুমি হক সুলতানা বলেন,”এমন একটি প্রোগ্রাম করার জন্য আমি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে ধন্যবাদ জানাই। প্রত্যাশা-২ এর সহযোগিতায় নিরাপদ অভিবাসন প্রচার করে মানুষকে প্রতারনার হাত থেকে বাচাতে হবে। ব্র‍্যাককে যে কোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

উক্ত কর্মশালার সমাপনী বক্তব্যে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সচিব সুশান্ত সরকার বলেন,যারা নতুন করে বিদেশে যাবে তাদের সকল নিয়ম কানুন মেনে বিদেশ যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন লক্ষীপুরের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, শিক্ষক ,সুশিল সমাজের প্রতিনিধি এবং ব্র‍্যাক কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।