জেএসটির প্রতিষ্ঠাবার্ষিকী ও নোয়াখালী জেলা জেএসডির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেএসসির নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেএসভির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব। শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া । কামাল উদ্দিন পাটোয়ারী। সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী। জেসডি নেতা হারুনুর রশিদ। নুর রহমান চেয়ারম্যান। মোশারফ হোসেন মিন্টু চেয়ারম্যান। সাংবাদিক হাবিবুর রহমান। জেএসডি নেতা শাহাবুদ্দিন। কাজল হাজারী ও বিপি সাত্তার সহ প্রমূখ। প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে । এখনো আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূলের জন্য আন্দোলন করছি।