সিরাজগঞ্জের তাড়াশে দেড় কেজি চালের মূল্য দিয়েও কেনা যাচ্ছে না এক কেজি আলু। সবজি খ্যাত আলু নামক নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য এতো পরিমান বৃদ্ধি পেয়েছে যে ক্রেতাদের নাগালেন বাইরে চলে গেছে।
শনিবার উপজেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি স্বর্ণা চাউল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। অথচ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। অর্থ্যাৎ দেড় কেজি চাল বিক্রি করেও কেনা যাচ্ছে না এক কেজি আলু।
তাড়াশ পৌর বাজারে তরিতরকারী ক্রেতা কৃষক জালাল উদ্দীন বলেন, ছেলে আলুর তরকারী ছাড়া ভাত খেতে চায় না। তাই আলুর মূল্য নাগালের বাইরে গেলেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।
উপজেলার নওগাঁ বাজারের আলু ব্যবসায়ী আলতাব হোসেন জানান, মোকামে আলু বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুরচা প্রতি কেজি ৭৫ টাকার কমে বিক্রি করতে পারছি না।
উপজেলার গুল্টা বাজারের ষাটোর্ধ বয়সের আলু ক্রেতা হযরত আলী বলেন, বাবা আমার জীবনদশায় আলুর কেজি ৭৫ টাকা দেখিনি। সঠিক বাজার তদারকির অভাবে আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠেছে।
এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, তাড়াশ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপরও দ্রব্যমূল্য অতিরিক্ত নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।