ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় শান্তি সম্প্রীতি সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সমাবেশ করে বিএনপি

মোঃ হাচান আল মামুন
নভেম্বর ১৭, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা গত ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ।

রবিবার (১৭নভেম্বর) বেলা ২টার দিকে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা উপজেলায় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বিএনপির দীঘিনালাতে ভয়হীন পরিবেশে বড় কোন জনসমাবেশে বক্তব্য রাখলেন ওয়াদুদ ভুইয়া। সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকে। বেলা ২টার আগেই কানায় কানায় পুর্ন হয়ে যায় সমাবেশস্থল। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো.

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা, জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ অনান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভুইয়া বলেন, আজকের এ সমাবেশ সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার সমাবেশ। গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তবর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশে-বিদেশে এখনো সক্রিয়। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদেও প্রতিহত করতে হবে।

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টে যে কোন ধরণের চক্রান্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।