রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা, আলোচনা ও সুপারিশ প্রণয়ন সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে রাঙ্গামাটির শহরের একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভাষা সৈনিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) রত্ন সাংবাদিক উপাধি প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা ট্যুরিষ্ট পুলিশের এসপি আদনান তাইয়ান বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হলো রাঙ্গামাটি। সারা রাঙ্গামাটি জুড়ে পাহাড় ও হ্রদ। এটি অনন্য লীলাভূমি বাংলাদেশের আর কোথাও নেই। এই টুরিজম সেক্টরকে ভালোভাবে প্রমোট করতে পারলে অটোমেটিক পর্যটকরা রাঙ্গামাটি ঘুরতে আসবে। এতে লাভবান হবে পর্যটন শিল্প। এজন্য ট্যুরিজম সেক্টর ডেভেলপ করতে হলে স্টিক ফোল্ডারদের সহযোগিতা আবশ্যক। পর্যটনশিল্পের সাথে জড়িত ব্যবসায়ী, হোটেল মালিক ও সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছেন। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এখন শীতের সময়। এই সময়টাতে পর্যটকরা ঘুরতে আসেন। আমাদের প্রতিটা সেক্টর দেখতে হবে কোথায় কি কি সমস্যা রয়েছে; কতটুকু সমাধান করতে পেরেছি সে বিষয়ে যারা স্টিক হোল্ডার রয়েছি প্রতিমাসে একবার করে আলোচনায় বসা উচিত। বিশেষ করে রেস্টুরেন্টের খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা, রিসোর্ট ভাড়া এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও বিএসসি যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএসসি’র প্রধান উপদেষ্টা দেশবাংলা পত্রিকার সম্পাদক সাইদুর রহমান রিমন, রত্ন সাংবাদিক ভূষিত দৈনিক গিরি দর্পন পত্রিকার সম্পাদক মকছুদ আহম্মেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনেয়ার আল হক, চট্টগ্রাম প্রতিদিনের উপ সম্পাদক আয়ান শর্মা, দৈনিক অগ্রসর নির্বাহী সম্পাদক কামাল পারভেজ, হাজী মোহাম্মদ আলী, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোটার (রাঙ্গামাটি), বিএসসি সমন্বয়ক ও বৈশাখী টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দীন, বিএসসি যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সোহাগ আরেফিন, স্থানীয় সাংবাদিক নন্দন দেব নাথ বাংলাভিশন টিভি, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু নিউজ টুয়ান্টি ফোর,মনসুর আহমেদ চ্যানেল -আই,বাসাস, শান্তিময় চাকমা দৈনিক বাংলাদশ পোষ্ট প্রমূখ ।