ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমীতে শাইন মার্টের ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমীতে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান শাইন মার্টের সৌজন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ক্রিকেট একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে সামগ্রী তোলে দেওয়া হয়৷

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতের টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার এন্ড স্কোয়ার্ড এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান রিজভীসহ একাডেমীর খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শাইন মার্টের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম শাহিন বলেন,আমি ক্রিকেট অনুশীলন করতাম। ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে সম্পর্ক রয়েছে৷ স্বপ্ন ছিল কোন একসময় খেলোয়াড়দের উপহার দেব৷ সেই ধারাবাহিকতায় শাইন মার্টের পক্ষ থেকে আজকে এই উপহার৷ ঢাকায় থেকে চা বিক্রি,বাসের কন্ট্রাক্টর সহ সব ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ সেই জায়গা থেকে শাইন মার্টের আজকের অবস্থান। আমার স্বপ্ন মার্টের হয়ে একদিন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন ও পাশে থাকবেন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।