ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমীতে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান শাইন মার্টের সৌজন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ক্রিকেট একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে সামগ্রী তোলে দেওয়া হয়৷
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতের টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার এন্ড স্কোয়ার্ড এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান রিজভীসহ একাডেমীর খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
শাইন মার্টের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম শাহিন বলেন,আমি ক্রিকেট অনুশীলন করতাম। ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে সম্পর্ক রয়েছে৷ স্বপ্ন ছিল কোন একসময় খেলোয়াড়দের উপহার দেব৷ সেই ধারাবাহিকতায় শাইন মার্টের পক্ষ থেকে আজকে এই উপহার৷ ঢাকায় থেকে চা বিক্রি,বাসের কন্ট্রাক্টর সহ সব ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ সেই জায়গা থেকে শাইন মার্টের আজকের অবস্থান। আমার স্বপ্ন মার্টের হয়ে একদিন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন ও পাশে থাকবেন৷