ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি স. ম. আফছার আলী

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
নভেম্বর ২০, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বি এন পি’র তাড়াশ উপজেলা শাখার সভাপতি স. ম. আফছার আলীকে। অপর দিকে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল জব্বার।

এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স. ম. আফসার আলীকে কলেজের সভাপতি ও মো. আব্দুল জব্বারকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে ওই কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।