ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রথম আলোর আয়োজনে ‘ক্যামেরায় বিদ্রোহ’ ক্যাম্পেইনের বিজয়ীদের একজন ইমু খান

দৈনিক কালের প্রতিচ্ছবি
নভেম্বর ২০, ২০২৪ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতার আন্দোলনের ছবি ও ভিডিও জমা দেওয়ার আহ্বান জানানো হয় এই ক্যাম্পেইন। দেশ–বিদেশের ১ হাজার ৩৯ জন পাঠক অংশ নিয়েছেন এতে।
‘ক্যামেরায় বিদ্রোহ’ প্রতিযোগিতায় ছবি ও ভিডিও পাঠিয়ে পুরস্কারজয়ীরা। সঙ্গে বিচারকেরাও রয়েছেন। চট্টগ্রাম থেকে ইমু খান প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেরা দশের মধ্যে স্থান অর্জন করে।

জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে দেশের সব শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছেন।সেই সময়ের প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ, যা শুধু পেশাদার সাংবাদিক, আলোকচিত্রীদের ক্যামেরায় নয়; ধরে রাখা আছে অনেক সাধারণ মানুষের কাছে। সেই ছবি, ভিডিও ইতিহাসের অংশ আর সেই মানুষেরা ঐতিহাসিক মুহূর্তের সহযাত্রী। প্রথম আলোর আয়োজনে ‘ক্যামেরায় বিদ্রোহ’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উঠে এসেছে এ কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।