ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রামে মোবাইল সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে দুই দিনের পডকাস্ট, ভিডিও এডিটিং ও বেসিক সাংবাদিকতার প্রশিক্ষণের আয়োজন করা হয়।
২০ নভেম্বর ২০২৪ তারিখে পডকাস্ট প্রশিক্ষণ প্রদান করেন কায়ো বাংলাদেশের প্রতিষ্ঠাতা আব্দুল তারেক এবং ভিডিও এডিটিং প্রশিক্ষণ দেন ইয়ুথ একশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সভাপতি এস এ রবিন। ২১ নভেম্বর ২০২৪ তারিখে বেসিক সাংবাদিকতার প্রশিক্ষণ প্রদান করেন ঊষার আলো যুব সংঘের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার কিশোর প্রতিনিধি রাইসুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে ব্রাইট বাংলাদেশ ফোরামের লোকাল রাইটস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ বলেন, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য চট্টগ্রামের যুব সমাজকে বেসিক সাংবাদিকতার জ্ঞান দিয়ে তাদের স্বাবলম্বী করা, যাতে তারা নিজেদের এলাকার সমস্যা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে পারে।”
একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর সুইট খান বলেন, “শুধু ট্রেনিং নিয়ে ঘরে বসে থাকলে হবে না। শিখে নেওয়া দক্ষতাগুলো অবশ্যই বাস্তব জীবনে এবং এলাকার মানুষের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা জানান, এই কর্মশালা তাদের সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং তারা এই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করবেন।
প্রশিক্ষক রাইসুল ইসলাম বলেন, “ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশনএইড বাংলাদেশের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি যুবসমাজকে দক্ষ ও গণমাধ্যম সচেতন হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।”
এই প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রামের যুব সংগঠনগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে এমন আরও কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।