ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে মেশিন জব্দ

নিজস্ব সংবাদ দাতা আলীকদম,বান্দরবান
নভেম্বর ২৯, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিনারী বাজার সংলগ্ন প্রফেসর লেক এর পাশে সোনাইছড়ি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে মেশিন জব্দ করেন উপজেলা ভূমি কর্মকর্তা এসিল্যান্ড রূপায়ন দেব।

গতকাল সন্ধ্যা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধান ৬ ঘটিকার সময় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিনারী বাজার সংলগ্ন প্রফেসর লেক এর পাশে সোনাইছড়ি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে মেশিন জব্দ করে এসিল্যান্ড।

চিনারী বাজার এলাকার স্হানীয় কয়েকজন ব্যক্তি বলেন,দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলী ও প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক বদিউল আলম রুস্তমসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি প্রফেসর লেক এর পাশে সোনাইছড়ি খাল থেকে দিনে-রাতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে মজুদ করেছে। বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে মেশিন জব্দ করে এসিল্যান্ড। পরে ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন এর কাছে বালি উত্তোলনের মেশিন জিম্মায় রেখে চলে যান এসিল্যান্ড কর্মকর্তা।

আলীকদম উপজেলা ভূমি কর্মকর্তা এসিল্যান্ড রূপায়ন দেব বলেন, চৈক্ষ্যং ইউনিয়নের চিনারী বাজার এলাকায় প্রফেসর লেক এর পাশে থেকে বালি উত্তোলনের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃিত মেশিন জব্দ করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মেশিন এর মালিক রুবেল নামের এক ব্যক্তির কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামীতেও অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।