ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী সহ ২০ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ার হোসেন আনু কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, ত্রাণ প্রতিমন্ত্রীর সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নুরুদ্দিন, মো.মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো.লিটন সাউগার, মো.কামাল তালুকদার, বাদল মিয়া, মো.জাকির মৃধা সহ বিশজনকে আসামী করা হয়। যার মামলা নং ১৫৫৭/২০২৪।

মামলা সূত্রে জানা গেছে, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহনকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাদা দাবি করে অধিগ্রহনকৃত টাকা উত্তোলন করিয়া দেয়ার প্রস্তাব দেয়। এতে বাদী ও স্বাক্ষীরা রাজি না হলে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায় এবং বাদীকে আটক করে তার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরবর্তীতে তাদের ঘরের বরাদ্ধকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভূমির অধিগ্রহনের ৬ কোটি টাকা আসামীরা সকলে মিলে এল এ অফিস হইতে উত্তোলন করে আত্মসাৎ করেন। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।