ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত- ৫

মো:বদরুল আলম সুমন, ঝিনাইদহ প্রতিনিধি।
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ ও কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের সিহাব হোসেন (২৫), কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রামের তামিম হোসেন (১৫), তার বাবা মনিরুল ইসলাম (৪২), নায়ায়ণগঞ্জ এলাকার শাকিব হোসেন (২৫) ও তার স্ত্রী অরিন আক্তার (২১)। এদের মধ্যে নসিমন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম ও মোটরসাইকেলের আরোহী শাকিব হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোরে রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে ৩ জন যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী স্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জন ও নসিমনের চালকসহ ২ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।