ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
নভেম্বর ২৯, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জর তাড়াশে তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ তিন টি হলে তালম, দেশিগ্রাম ও তাড়াশ সদর।
জানা গেছে, ওই তিন ইউনিয়নের চেয়ারম্যানগণ ধারা বাহিক ভাবে কর্মস্থলে অনুপস্থিতি থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
ক্ষমতা হারানো তিন ইউপি চেয়ারম্যান হলেন উপজলার দেশিগ্রাম ইউনিয়নের আ’লীগ সাবেক সভাপতি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, তালম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল খালেক ও তাড়াশ সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আ’লীগ সমর্থিত আক্তার হোসেন।

জন্ম-মৃত্যু নিবন্ধনসহ ওই তিন ইউনিয়নের সকল আর্থিক কার্যক্রম সচল রাখতে গত ২৭ নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয়া হয়। তালম ইউনিয়নে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, দেশিগ্রাম ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ এবং তাড়াশ সদর ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং আর্থিক কার্যক্রম সচল রাখতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৯ আগষ্ট ২০২৪ এর বিধান মোতাবেক সিরাজগঞ্জ জেলা প্রশাসকের ২৭ নভেম্বরের এক পত্রাদেশ বলে উল্লেখিত কর্মকর্তাদের ওই তিন ইউনিয়নে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।