ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মহান রুশ বিপ্লবের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা

মাসুদ রানা(ময়মনসিংহ জেলা প্রতিনিধি)
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩ টায় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে বাসদ (মার্কসবাদী)এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়।
এই জনসভার ভক্তরা হলেন, মাসুদ রানা (সমন্বয়ক) বাসদ (মার্কসবাদী)কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, জয়দীপ ভট্টাচার্য (সদস্য) বাসদ (মার্কসবাদী)কেন্দ্রীয় নির্বাহী ফোরাম,আরিফুল হাসান (সমন্বয়ক) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য, বাসদ ময়মনসিংহ জেলা।
উক্ত জনসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা,আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে ব্যবস্থা করার দাবি উঠে।
ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থার আহ্বান জানানো হয়।
ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, দ্রব্যমূল্য কমান, নিম্নবিত্তদের জন্য রেশনের ব্যবস্থার আহবান জানানো হয়।গার্মেন্টস শ্রমিকদের বকেয়া পরিশোধ করে শ্রমিক হত্যার বিচারের দাবি জানানো হয়।

উক্ত জনসভায় ১১ টি দাবী উত্থাপন করা হয়
১.ময়মনসিংহ শহরে পুনর্বাসন না করে গরীব শ্রমজীবী মানুষদের আবাসিক ও কর্মস্থল থেকে উচ্ছেদ চলবে না।
২.বন্যা কবলিত ময়মনসিংহ অঞ্চলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে রাষ্ট্রীয় সহযোগিতা করতে হবে। কৃষকদের জন্য কৃষি উপকরণ সরবরাহ করতে হবে।
৩.ময়মনসিংহে কৃষি ফসল সংরক্ষণের জন্য সরকারি কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে।
৪.ময়মনসিংহ জুট মিল আধুনিকায়ন করে রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে।
৫.শ্রমজীবী মানুষের এলাকায় টিসিবি,ওএমএস এর পণ্য বিক্রি বাড়াতে হবে।
৬.সিটিকর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স কমানো এবং সেবার মান বৃদ্ধি করা।
৭.বন্ধ হয়ে যাওয়া সকল লোকাল ট্রেন চালু করতে হবে। ঢাকা ময়মনসিংহ রেললাইন সংস্কার করে ডুয়েল গেজ ডাবল লাইন চালু করতে হবে।
৮.ময়মনসিংহ হতে সকল উপজেলা ও আশেপাশের জেলায় বিআরটিসি বাস সার্ভিস চালু করতে হবে।
৯.উপজেলা হাসপাতালে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা সহ স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে। কমিউনিটি ক্লিনিক সমূহে এমবিবিএস ডাক্তার নিয়োগ করা মেডিকেল কলেজে আসনসংখ্যা ও সেবার মান বৃদ্ধি করা।
১০.শহরে অটো রিক্সার লাইসেন্স ফি কমাতে হবে। যানজট নিরশনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
১১প্রিপেইড মিটার ভোগান্তি দূর করতে হবে, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।