খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং বাজার সংলগ্ন সওদাগরপাড়া এলাকায় অবৈধভাবে ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় ভ্র্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসনের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ।
এসময় অভিযান পরিচালনা করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
( ২০১৯ সনের ৩৫ ও ৩৭ দ্বারায় ২৫ হাজার টাকা জরিমানা করে। মোঃ মিজানুর রহমান খান(৪৫) একজন ভেটেরিনারি ক্লিনিক মালিক‘কে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
অভিযান শেষে ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ এর দুটি দ্বারায় জরিমানা করা হয়। এবং মোঃ মিজানুর রহমান
ক্নিনিক স্থাপন করার সকল নথিপত্র নিয়ে আগামী ১ মাসের মধ্যে দীঘিনালা প্রাণীসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করার জন্য বলা হয়। অনুমোদন ছাড়া ক্নিনিক পরিচালনার সুযোগ নেই।