ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ৪ ব্যক্তির নামে মামলা জরিমানা কারাদণ্ড

দৈনিক কালের প্রতিচ্ছবি ডেস্ক :-
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।


(০৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী উপজেলার ডাইনছড়ি, মরাডলু এবং বড়বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ০৪ জন ব্যক্তিকে মামলা, জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। জরিমানা ও কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে বড়বিল এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. খোরশেদ আলম (৪৫)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয় । এছাড়া ডাইনছড়ির মো. আলমগীর হোসেন(২৮)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘন ও ১৫(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে মরাডলুর মো. রাসেল (৩০) ও মো. নুর ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারায় পরিবেশ অধিদপ্তরে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে মামলা, জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।