সিরাজগঞ্জের তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি বিলাশ বহুল প্রাইভেটকার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল বনপাড়া মহামসড়কের তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ নামক এলাকা থেকে ৮১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত বিলাশ বহুল একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী জুয়েল বেপারী ভোলা জেলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।
শুক্রবার দুপুরে ৮১ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, প্রাইভেট কার, নগদ ১ হাজার ৬৮০ টাকাসহ জুয়েল বেপারীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।